মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
৮. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ২৬৮
কোন মহিলাকে তার ফুফু বা খালার সাথে এক সাথে বিবাহ করা নিষেধ
হাদীস নং- ২৬৮
হযরত আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) বলেছেন: কোন মহিলাকে তার ফুফু বা খালার সাথে (একত্রে) বিবাহ করবে না।
হযরত আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) বলেছেন: কোন মহিলাকে তার ফুফু বা খালার সাথে (একত্রে) বিবাহ করবে না।
عَنْ عَطِيَّةَ الْعَوْفِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا تُزَوَّجُ الْمَرْأَةُ عَلَى عَمَّتِهَا وَخَالَتِهَا»
হাদীসের ব্যাখ্যা:
হাদীসে বর্ণিত নিষেধাজ্ঞার এ আদেশের মধ্যে মূল উদ্দেশ্য ও কল্যাণকর দিক হলো এই যে, ইসলামে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা (قطع رحم) সম্পর্কে নিষেধাজ্ঞা রয়েছে এবং এর উপর কঠোর শাস্তির কথা বলা হয়েছে। যদি একজন মহিলাকে তার ফুফু অথবা খালার সাথে একত্রে বিবাহ করা হয়, তা হলে এটা হবে সব সময়ের জন্য তাদের আত্মীয়তাকে ছিন্ন করা এবং চিরদিনের জন্য শত্রুতার বীজ বপন করে দেয়া। কেননা সতীন হওয়ার কারণে পরস্পর আত্মীয়তার মূল বন্ধন ছিন্ন হয়ে যায়, এটাই স্বাভাবিক।
তাবারীর রেওয়ায়েতে এ সাথে আরো কিছু অতিরিক্ত বাক্য রয়েছে যাতে এ নির্দেশের কারণ আরো স্পষ্টভাবে প্রকাশ হয়েছে। রাসূলুল্লাহ (সা) বলেছেন فانكم اذا فعلتم ذاك فقد قطعتم أرحامكم "কেননা যখন তোমরা এরূপ করবে, তখন তোমরা যেন তোমাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিলে।" পিতামহ ও প্রপিতামহের বোন এবং পিতামহী ও প্রপিতামহীর বোনও এ আদেশের অন্তর্ভুক্ত। উলামায়ে কিরাম এজন্য একটি সূত্র বের করেছেন যে, এরূপ দু'জন মহিলাকে একত্রে বিবাহ করা হারাম যাদের একজনকে যদি পুরুষ মনে করা হয় তাহলে উভয়ের বিবাহ হারাম হবে। দুধ-মাতার সম্পর্কে ফুফু ও খালাও এ আদেশের অন্তর্ভুক্ত
তাবারীর রেওয়ায়েতে এ সাথে আরো কিছু অতিরিক্ত বাক্য রয়েছে যাতে এ নির্দেশের কারণ আরো স্পষ্টভাবে প্রকাশ হয়েছে। রাসূলুল্লাহ (সা) বলেছেন فانكم اذا فعلتم ذاك فقد قطعتم أرحامكم "কেননা যখন তোমরা এরূপ করবে, তখন তোমরা যেন তোমাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিলে।" পিতামহ ও প্রপিতামহের বোন এবং পিতামহী ও প্রপিতামহীর বোনও এ আদেশের অন্তর্ভুক্ত। উলামায়ে কিরাম এজন্য একটি সূত্র বের করেছেন যে, এরূপ দু'জন মহিলাকে একত্রে বিবাহ করা হারাম যাদের একজনকে যদি পুরুষ মনে করা হয় তাহলে উভয়ের বিবাহ হারাম হবে। দুধ-মাতার সম্পর্কে ফুফু ও খালাও এ আদেশের অন্তর্ভুক্ত


বর্ণনাকারী: