মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৮. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ২৫৯
কুমারী মেয়েদের বিবাহের ব্যাপারে উৎসাহ দান
হাদীস নং- ২৫৯

হযরত আব্দুল্লাহ ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, রাসুলুল্লাহ (ﷺ)
ইরশাদ করেন : তোমরা কুমারী মেয়েদেরকে বিবাহ কর। কেননা তারা দ্রুত গর্ভধারণ করতে সক্ষম এবং তাদের মুখ পরিষ্কার-পরিচ্ছন্ন ও তারা উত্তম চরিত্রের অধিকারী।
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «انْكِحُوا الْجَوَارِيَ الشَّبَابَ، فَإِنَّهُنَّ أَنْتَجُ أَرْحَامًا، وَأَطْيَبُ أَفْوَاهًا، وَأَعَزُّ أَخْلَاقًا»

হাদীসের ব্যাখ্যা:

বিবাহের জন্য নির্বাচনযোগ্য নারীদের বিভিন্ন গুণাবলীর মধ্যে কুমারী হওয়ার উদ্দেশ্য হলো এই যে, যৌবনের কারণে তাদের জরায়ুতে উত্তেজনা বিদ্যমান থাকে। যার ফলে বীর্য খুব দ্রুত স্থীতিশীল হয় এবং কোন অস্থিরতা বা বিপদ ছাড়াই গর্ভকালীন সমস্ত স্তর সহজেই অতিক্রম করে। মূলত এটাই বংশবৃদ্ধির কারণ হয়ে থাকে।
দ্বিতীয়তঃ কুমারী নারীর মুখের সৌন্দর্যের দ্বারা এইদিকে ইঙ্গিত করা হয়েছে যে, তাদের সুস্থতা ও সংযত চিত্তের কারণে তাদের শ্লেষ্মা মিষ্টি হয়ে থাকে। অথবা তাদের শিষ্টাচার, পাজলজ্জা ও আদবের কারণে তাদের কথাবার্তা মিষ্টি হয়ে থাকে। পক্ষান্তরে বিধবা নারী অনেকেই পর্দাহীন হয়ে থাকে।

তৃতীয়তঃ কুমারী নারীদের উত্তম চরিত্রের দ্বারা এইদিকে ইঙ্গিত করা হয়েছে যে, তাদের আকর্ষণীয় চরিত্র, উত্তম ব্যবহার ও চালচলন সবার নিকট পসন্দনীয় হয়ে থাকে, যার ফলে দাম্পত্য জীবন সুখী ও স্থায়ী হয়ে থাকে।
এ সম্পর্কে যে সমস্ত হাদীস রয়েছে, এগুলোর বাক্যে পরস্পরের সাথে মিল রয়েছে। কোথাও হয়ত সামান্য পার্থক্য রয়েছে। ইবন মাজাহ ও বায়হাকীর বর্ণনায় ارضى باليسير বাক্য রয়েছে যার অর্থ তারা সামান্য বস্তুর উপর সন্তুষ্ট থাকে। কেননা অতীতের কোন উদাহরণ বা অভিজ্ঞতা তাদের নেই, তাই তারা অধৈর্য হয় না। এক বর্ণনায় اقل خبأ উল্লেখ রয়েছে অর্থাৎ তাদের মধ্যে ধোকাবাজির স্বভাব কম হয়ে থাকে।
মুসাল্লেফে আবদুর রাজ্জাক গ্রন্থে এই বাকা রয়েছে। অতঃপর এই বাক্যটি অতিরিক্ত রয়েছে। ألم تعلموا أني مكاثر بكم "তোমরা কি এটা জান না যে, আমি তোমাদের সংখ্যাধিক্যের কারণে গৌরব করব।"
একবার উন্মুল মুমিনীন হযরত আয়েশা (রা) নবী করীম (সা)-এর নিকট আরয করলেন, আপনি বলুন যদি আপনি এরূপ গাছপালার কাছ দিয়ে অতিক্রম করেন যার উপর জীবজন্তু চড়ে বেড়িয়েছে এবং এরূপ গাছপালা যেগুলোর উপর জীবজন্তু চড়ে বেড়ায়নি, তাহলে আপনি আপনার উট কোন গাছপালার নিকট চড়াবেন? নবী করীম (সা) বললেনঃ ঐ সমস্ত গাছপালা যেখানে কোন জীবজন্তু বিচরণ করেনি। এরদ্বারা এ বিষয়টি বুঝানো উদ্দেশ্য ছিল যে, তাঁকে ব্যতীত অন্য কোন কুমারী নারীকে যাতে বিবাহ করেন। কেননা পবিত্র কুরআনে হুরদের প্রশংসায় ইরশাদ হয়েছেঃ لَمْ يَطْمِثْهُنَّ إِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ "তাদেরকে এরপূর্বে কোন মানুষ অথবা কোন জিন্ন স্পর্শ করেনি।" (৫৫: ৭৪) মোট কথা তাদেরকে স্পর্শ না করাই তাদের সবচেয়ে বড় প্রশংসা।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ২৫৯ | মুসলিম বাংলা