মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
৮. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ২৫৮
বিবাহের নির্দেশ
হাদীস নং- ২৫৮।
হযরত আবু মুসা আশআরী (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ তোমরা বিবাহ কর। কেননা আমি (কিয়ামতের দিন) তোমাদের সংখ্যাধিক্যের দ্বারা অন্যান্য উম্মতের সম্মুখে গৌরব করব।
হযরত আবু মুসা আশআরী (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ তোমরা বিবাহ কর। কেননা আমি (কিয়ামতের দিন) তোমাদের সংখ্যাধিক্যের দ্বারা অন্যান্য উম্মতের সম্মুখে গৌরব করব।
عَنْ زِيَادٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَرْثِ، عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَزَوَّجُوا، فَإِنِّي مُكَاثِرٌ بِكُمُ الْأُمَمَ»
হাদীসের ব্যাখ্যা:
বর্ণনা ক্ষেত্রে কিছু পার্থক্যসহ অন্যান্য হাদীসেও এই একই বিষয় উল্লেখ রয়েছে। আবূ দাউদ শরীফেঃ تزوجوا এর সাথে المولود الودود বাক্যটি বর্ণিত হয়েছে। মূলত এরদ্বারা সম্পূর্ণ হাদীসের ব্যাখ্যা করা হয়েছে এবং تزوجوا এর নির্দেশকে হাদীসে বর্ণিত বাক্য فإني مكاثر بكم الأمم -এর কারণের সাথে সংযুক্ত করে বলা হয়েছে تزوجوا الودود المولود অর্থাৎ সঠিক সন্তান জন্মদানকারিণী এবং প্রেমময় ও মায়াবী মহিলাকে বিবাহ কর। ولود শব্দ ঐ রহস্যের উন্মোচন করে যে, নারী যদি অধিক সন্তান জন্মদান করে, তা হলে অনিবার্যভাবে উম্মতে মুহাম্মদীর সংখ্যা বৃদ্ধি পাবে এবং এরদ্বারা কিয়ামতের দিন নবী করীম (সা) গৌরব করবেন। কেননা তিনি হলেন উম্মতকে সৎপথে প্রদর্শনকারী এবং শরীয়ত ও সুন্নাতের পথ প্রচলন ও বাস্তবায়নকারী।
অধিকন্তু হাদীস الدال على الخير كفاعله "সৎপথ প্রদর্শনকারী ঐ পূণ্য লাভ করবে যা সৎপথের অনুসরণকারী লাভ করে থাকে।” অথবা من سنَّ سنة حسنة فله أجرها وأجر من عمل بها لا ينقص من أجورهم شيئا “যে ব্যক্তি কোন নেককাজের প্রচলন করেন, তার জন্য তিনি ঐ কাজের পূণ্যলাভ করবেন এবং ঐ ব্যক্তির পূণ্যও তিনি হাসিল করবেন যে ব্যক্তি এর উপর আমল করবে।”
সুতরাং নবী করীম (সা)-ও তাঁর প্রচলিত আদর্শের অনুসরণকারী সমস্ত উম্মতের পুণ্য লাভ করবেন এবং তিনি অধিক সওয়াব ও পুণ্যের জন্য গৌরব করবেন। তাই নির্দেশ হয়েছে, অধিক সন্তান জন্মদানকারী মহিলাকে বিবাহ কর, যাতে উম্মতের সংখ্যা বৃদ্ধি পায়।
দ্বিতীয় হিকমত এই যে, বিবাহের উদ্দেশ্য শুধু যৌন উত্তেজনা প্রশমিত করা নয়, বরং এর মূল উদ্দেশ্য হলো মানব বংশ বৃদ্ধি করা।
অধিকন্তু হাদীস الدال على الخير كفاعله "সৎপথ প্রদর্শনকারী ঐ পূণ্য লাভ করবে যা সৎপথের অনুসরণকারী লাভ করে থাকে।” অথবা من سنَّ سنة حسنة فله أجرها وأجر من عمل بها لا ينقص من أجورهم شيئا “যে ব্যক্তি কোন নেককাজের প্রচলন করেন, তার জন্য তিনি ঐ কাজের পূণ্যলাভ করবেন এবং ঐ ব্যক্তির পূণ্যও তিনি হাসিল করবেন যে ব্যক্তি এর উপর আমল করবে।”
সুতরাং নবী করীম (সা)-ও তাঁর প্রচলিত আদর্শের অনুসরণকারী সমস্ত উম্মতের পুণ্য লাভ করবেন এবং তিনি অধিক সওয়াব ও পুণ্যের জন্য গৌরব করবেন। তাই নির্দেশ হয়েছে, অধিক সন্তান জন্মদানকারী মহিলাকে বিবাহ কর, যাতে উম্মতের সংখ্যা বৃদ্ধি পায়।
দ্বিতীয় হিকমত এই যে, বিবাহের উদ্দেশ্য শুধু যৌন উত্তেজনা প্রশমিত করা নয়, বরং এর মূল উদ্দেশ্য হলো মানব বংশ বৃদ্ধি করা।


বর্ণনাকারী: