মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৮. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ২৫৭
বিবাহের খুতবা
হাদীস নং- ২৫৭

হযরত আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে হাজতের খুতবা অর্থাৎ বিবাহের খুতবা এভাবে শিক্ষা দিয়েছেন الحمد لله نحمده অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আমরা তাঁর প্রশংসা করি এবং আমরা তাঁর নিকট সাহায্য প্রার্থনা করি, তাঁর নিকট গুনাহর জন্য ক্ষমা প্রার্থনা করি এবং তাঁর নিকট হিদায়াত কামনা করি। আল্লাহ্ যাকে হিদায়াত দান করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না এবং যাকে আল্লাহ্ পথভ্রষ্ট করেন, তাকে কেউ হিদায়াত দান করতে পারে না। আমরা সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন মাবুদ বা উপাস্য নেই এবং আমরা এটাও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (ﷺ) আল্লাহর বান্দা এবং তার রসূল। অতঃপর পবিত্র কুরআনের এ আয়াতসমূহ তিলাওয়াত করেন।

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ (۱۰۲: ۳) وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا (٤:١) يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
ا
عَنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: عَلَّمَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خُطْبَةَ الْحَاجَةِ يَعْنِي: النِّكَاحَ: «إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَسْتَهْدِيهِ، مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَنَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا، اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ، وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ، وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ، إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا، يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا، اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا، يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ، وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ، وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ، فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا»

হাদীসের ব্যাখ্যা:

হাদীসে বর্ণিত حاجت শব্দের অর্থ বিবাহ। কেননা বিবাহ মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বিষয়, বিশেষ করে যুবকদের জন্য। বিবাহ ব্যতীত সামাজিক ও সাংস্কৃতিক জীবন স্বাম ও আনন্দহীন হয়ে যায়। যৌবনের চাহিদা পূরণের জন্য এ ছাড়া অন্য কোন যুক্তিসম্মত ও উপযুক্ত পদ্ধতি নেই। সংসার পরিচালনা এবং সংসারকে সুখী ও সুন্দর করার জন্য বিবাহ মানুষের খুবই প্রয়োজন। এছাড়া বংশধারা অব্যাহত রাখার জন্য মানবতার গন্ডির মধ্যে বিবাহ ব্যতীত দ্বিতীয় কোন উপায় নেই।
খুতবায় উল্লেখিত শাহাদাত বা তাশাহহুদ হলো বিবাহের জন্য। অপর এক তাশাহহুদে সালাত যা নামাযে আত্তাহিয়্যাতু হিসেবে পাঠ করা হয়।
ইমাম সুফয়ান সওরী (র) ও অন্যান্যদের মতে খুতবা ব্যতীত বিবাহ জায়েয। দলীল হিসেবে তাঁরা আবূ দাউদ শরীফের এক হাদীস পেশ করে থাকেন। কিন্তু খুতবা হলো বিবাহের জন্য সুন্নাত ও মুস্তাহাব। তিরমিযী শরীফে হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত আছে كل خطبة ليس فيها تشهد فهي كاليد الجذماء "যে খুতবায় তাশাহহুদ না থাকে, তা ঐ হাতের মত যা কুষ্ঠরোগে আক্রান্ত অথবা তা কর্তনকৃত হাতের মত, যেন এর মধ্যে কোন উপকারিতা নেই।
মূলত বিবাহের প্রচারের জন্যই খুতবার প্রচলন করা হয়েছে। কেননা বিবাহের প্রচারের জন্য নবী করীম (সা) ইরশাদ করেনঃ اعلنوا النكاح অথবা اظهروا النكاح "বিবাহের প্রচার কর
ইমাম শাফিঈ (র)-এর মতে সমস্ত লেনদেন অর্থাৎ ক্রয়-বিক্রয় ও বিবাহ ইত্যাদির মধ্যে খুতবা প্রদান করা সুন্নাত।