মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
৬. রোযার অধ্যায়
হাদীস নং: ২০৭
শিংগা লাগানোর কারণে রোযা ভংগের বিধান রহিত
২০৭। হযরত আনাস (রাযিঃ) থেকে বর্ণিত আছে, যে শিংগা লাগায় এবং যাকে শিংগা লাগানো হয়, উভয়ের রোযা ভঙ্গ হয়ে যাবে। এ কথা বলার পর নবী করীম (ﷺ) শিংগা লাগালেন।
عَنْ أَبِي سُفْيَانَ: عن انس (رض) قال احْتَجَمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، بَعْدَ مَا قَالَ: «أَفْطَرَ الْحَاجِمُ وَالْمَحْجُومُ»
হাদীসের ব্যাখ্যা:
এই রিওয়ায়েএেরদ্বারা প্রতীয়মান হয় যে, শিংগা লাগানোর কারণে রোযা ভঙ্গ হওয়ার বিধান হুযুর (সা)-এর পরবর্তী আমলের দ্বারা রহিত (منسوخ) হয়ে যায়।
