মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
৬. রোযার অধ্যায়
হাদীস নং: ২০৮
শিংগা লাগানোর কারণে রোযা ভংগের বিধান রহিত
২০৮। হযরত আনাস (রাযিঃ) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ﷺ) রোযা অবস্থায় শিংগা লাগিয়েছেন।
অন্য এক রিওয়ায়েতে বর্ণিত আছে, হযরত ইমাম আবু হানীফা (রাযিঃ) বলেছেন : আমাকে ইবনে শিহাব খবর দিয়েছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) রোযা অবস্থায় শিংগা লাগিয়েছেন। এই বর্ণনায় হযরত আনাস (রাযিঃ)-এর কথা উল্লেখ করা হয়নি।
অন্য এক রিওয়ায়েতে বর্ণিত আছে, হযরত ইমাম আবু হানীফা (রাযিঃ) বলেছেন : আমাকে ইবনে শিহাব খবর দিয়েছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) রোযা অবস্থায় শিংগা লাগিয়েছেন। এই বর্ণনায় হযরত আনাস (রাযিঃ)-এর কথা উল্লেখ করা হয়নি।
عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ احْتَجَمَ، وَهُوَ صَائِمٌ» .
وَفِي رِوَايَةٍ، قَالَ أَبُو حَنِيفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «احْتَجَمَ، وَهُوَ صَائِمٌ» .
وَلَمْ يَذْكُرْ أَنَسًا
وَفِي رِوَايَةٍ، قَالَ أَبُو حَنِيفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «احْتَجَمَ، وَهُوَ صَائِمٌ» .
وَلَمْ يَذْكُرْ أَنَسًا
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীসের ব্যাখ্যা পূর্ববর্তী হাদীসের মত হওয়ায় পূর্ববর্তী ব্যাখ্যা দেখা যেতে পারে।
