মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
৪. নামায অধ্যায়
হাদীস নং: ১৯৪
কবরে প্রশ্ন ও উত্তর
১৯৪। হযরত উম্মে হানী (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেন যে, কবরে তিনটি বিষয় (সামনে) পেশ করা হবে: (এক) আল্লাহ্ তাবারাক ওয়া তাআলা সম্পর্কে, (দ্বিতীয়) (মুমিন বান্দার সামনে) বেহেশতের স্থান পেশ করা বা দেখানো হবে এবং (তৃতীয়) তিলাওয়াতকৃত কুরআন মাথার সামনে পেশ করা হবে।
عَنْ إِسْمَاعِيلَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أُمِّ هَانِئٍ رَضِيَ اللَّهُ عَنْهَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، " فِي الْقَبْرِ ثَلَاثٌ: سُؤَالٌ عَنِ اللَّهِ تَعَالَى، وَدَرَجَاتٌ فِي الْجِنَانِ، وَقِرَاءَةُ الْقُرْآنِ عِنْدَ رَأْسِكَ
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীসে কবরের প্রথম অবস্থার কথা সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়েছে। অন্যান্য হাদীসে এর বিস্তারিত ব্যাখ্যা রয়েছে।


বর্ণনাকারী: