মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৪. নামায অধ্যায়

হাদীস নং: ১৪২
জুমুআর নামাযে কি সূরা পড়তে হবে
১৪২। হযরত ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) জুমুআর নামাযে সূরায়ে জুমুআ এবং সুরায়ে মুনাফিকূন তিলাওয়াত করতেন।
عَنْ أَحْمَدَ بْنِ مُحَمَّدِ بْنِ إِسْمَاعِيلَ الْكُوفِيُّ، عَنْ يَعْقُوبَ بْنِ يُوسُفَ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي جُنَادَةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، " أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْرَأُ فِي الْجُمُعَةِ: سُورَةَ الْجُمُعَةِ وَالْمُنَافِقِينَ

হাদীসের ব্যাখ্যা:

অধিকাংশ সময় হুযূর (সা)-এর আমল এটাই ছিল। উবায়দুল্লাহ ইবনে আবী রাফে
(র) থেকে বর্ণিত আছে, মারওয়ান পবিত্র মক্কা গমনের সময় হযরত আবূ হুরায়রা (রা)-কে স্বীয় স্থলাভিষিক্ত করেন। তখন হযরত আবু হুরায়রা (রা) জুমুআর নামাযের প্রথম রাকাআতে সূরায়ে জুমুআ এবং দ্বিতীয় রাকাআতে সূরায়ে মুনাফিকূন তিলাওয়াত করেন এবং তিনি বলেন আমি রাসূলুল্লাহ (সা)-কে জুমুআর নামাযে এই দুটি সূরা তিলাওয়াত করতে শুনেছি।