মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
৪. নামায অধ্যায়
হাদীস নং: ১২০
তাশাহহুদের বর্ণনা
১২০। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ﷺ) 'আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্' বলে ডান দিকে সালাম ফিরাতেন। ফলে তাঁর পবিত্র গাল দৃষ্টিগোচর হতো। একইভাবে বামদিকেও সালাম ফিরাতেন।
অন্য এক রিওয়ায়েতে আছে, (সালাম ফিরানোর সময়) হুযূর (ﷺ) এমনভাবে গর্দান ফিরাতেন যে, এতে তাঁর ডান গালের শুভ্রতা লক্ষ্য করা যেত। বামদিকে সালাম ফিরানোর সময়ও একই অবস্থা হতো।
অন্য এক রিওয়ায়েতে আছে, (সালাম ফিরানোর সময়) হুযূর (ﷺ) এমনভাবে গর্দান ফিরাতেন যে, এতে তাঁর ডান গালের শুভ্রতা লক্ষ্য করা যেত। বামদিকে সালাম ফিরানোর সময়ও একই অবস্থা হতো।
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: " كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسَلِّمُ عَنْ يَمِينِهِ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ حَتَّى يُرَى شِقُّ وَجْهِهِ، وَعَنْ يَسَارِهِ مِثْلُ ذَلِكَ "، وَفِي رِوَايَةٍ: «حَتَّى يُرَى بَيَاضُ خَدِّهِ الْأَيْمَنِ، وَعَنْ شِمَالِهِ مِثْلُ ذَلِكَ»
হাদীসের ব্যাখ্যা:
উপরের হাদীস দ্বারা প্রতীয়মান হয় যে, সালাম ফিরানোর সময় গর্দান এমনভাবে ফিরাতে হবে যাতে মুখমণ্ডল দেখা যায়।
