মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৪. নামায অধ্যায়

হাদীস নং: ১২১
তাশাহহুদের বর্ণনা
১২১। হযরত আব্দুল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) ডান ও বামদিকে দু’সালাম ফিরাতেন।
عَنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسَلِّمُ عَنْ يَمِينِهِ، وَعَنْ يَسَارِهِ تَسْلِيمَتَيْنِ»

হাদীসের ব্যাখ্যা:

নামায শেষে দু’সালামের ব্যাপারে প্রায় ঐকমত্য রয়েছে। শুধু ইমাম মালিক (র) -এর মতপার্থক্য রয়েছে। তিনি এক সালামের পক্ষে মত পোষণ করেন এবং দলীল হিসেবে হযরত আয়েশা (রা)- এর হাদীস পেশ করেন كان يسلم في الصلوة بتسليمة হযূর (সা) নামাযে এক সালাম ফিরাতেন।" হানাফীগণ বলেন, নবী করীম (সা)-এর নামাযের সঠিক অবস্থা পুরুষেরা যতটুকু অবগত আছে, মহিলারা ততটুকু নেই এবং পুরুষদের সবগুলো রিওয়ায়েত দু'সালামের পক্ষে রয়েছে।