মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৪. নামায অধ্যায়

হাদীস নং: ৮৮
আসরের নামায কাযা হওয়া সম্পর্কে হুঁশিয়ারী
৮৮। হযরত ইবনে বুরায়দা (রাযিঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যার আসর নামায কাযা হয়ে গেল, যেন তার সন্তান ও ধন-সম্পদ ধ্বংস হয়ে গেল।
عَنْ شَيْبَانَ، عَنْ يَحْيَى، عَنِ ابْنِ بُرَيْدَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ فَاتَتْهُ صَلَاةُ الْعَصْرِ فَكَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ»

হাদীসের ব্যাখ্যা:

আসর নামাযের ব্যাপারে এ কঠোর শাস্তি ও হুঁশিয়ারীর কথা এজন্য বলা হয়েছে যে, নিশ্চয়ই আসর নামাযের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। অধিকাংশ হাদীসে এ আসর নামাযকে মধ্যবর্তী নামায (صلاة وسطى) বলা হয়েছে।
ধন-সম্পদ ও সন্তান-সন্তুতি ধ্বংস হয়ে যাওয়ার অর্থ হলো এই যে, এদের উপর থেকে বরকত ও রহমত ছিনিয়ে নেওয়া হয় এবং এদের প্রতিপালন ও বৃদ্ধিপ্রাপ্তি থামিয়ে দেওয়া হয়।
কেননা মানুষ যখন আল্লাহর গুরুত্বপূর্ণ হক আদায়ের ব্যাপারে গাফিল হয়ে যায় এবং অলসতা প্রদর্শন করে, তখন এ কারণে আল্লাহ তার প্রিয় বস্তুসমূহ থেকে বরকত ও রহমত উঠিয়ে নেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান