মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৩. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৭৫
পবিত্রতা অর্জনের অধ্যায়
নিদ্রায় মহিলারাও সেরূপ দেখে, যেরূপ পুরুষ দেখে থাকে
৭৫। হযরত উম্মে সুলাইম (রাযিঃ) মহিলাদের সম্পর্কে নবী করীম (ﷺ)-এর নিকট জিজ্ঞাসা করেন যে, যদি তারা স্বপ্নে ঐরূপ দেখে যা পুরুষ দেখে থাকে (অর্থাৎ যদি মহিলাদের স্বপ্নদোষ হয় তাহলে এর বিধান কি ?)। নবী (ﷺ) বলেন, 'সে গোসল করবে।
كتاب الطهارات
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنِي مَنْ سَمِعَ أُمَّ سُلَيْمٍ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّهَا سَأَلَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " عَنِ الْمَرْأَةِ تَرَى مَا يَرَى الرَّجُلُ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: تَغْتَسِلُ

হাদীসের ব্যাখ্যা:

বুখারী শরীফে যয়নব বিনতে আবি সালমা থেকে বর্ণিত আছে যে, উম্মুল মুমিনীন হযরত উম্মে সালমা (রা) বলেন, হযরত আবূ তালহা (রা)-এর স্ত্রী উম্মে সুলাইম (রা) হুযূর (সা)-এর নিকট আগমণ করেন এবং আরয করেন, হে আল্লাহর রাসূল (সা) সত্য প্রকাশে আল্লাহ লজ্জাবোধ করেন না। মহিলাদের উপর কি গোসল ফরয হবে যখন তাদের স্বপ্নদোষ হয়? হযরত (সা) বলেনঃ 'হ্যাঁ, যখন আর্দ্রতা দেখবে।'
এখানে মাসয়ালা হলো যে, আর্দ্রতা দেখার উপর গোসল নির্ভর করে। যদি স্বপ্নদোষ হওয়া স্মরণ হয় কিন্তু আর্দ্রতা অনুভূত না হয়, তবে গোসলও ওয়াজিব নয়। যদি স্বপ্নদোষ স্মরণ না থাকে কিন্তু আর্দ্রতা দেখে, তা হলে গোসল ওয়াজিব হবে। তাই বায়হাকী হযরত আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, যখন তোমাদের মধ্যে কেউ নিদ্রা থেকে জাগ্রত হওয়ার পর আর্দ্রতা দেখে কিন্তু স্বপ্নদোষ না হয়, তাহলে তার উপর গোসল ওয়াজিব হবে। যদি স্বপ্নদোষের কথা স্মরণ হয় কিন্তু আর্দ্রতা না দেখে, তাহলে তার উপর গোসল ওয়াজিব হবে না। আবূ দাউদ শরীফে একই সনদে হযরত কাসিম-এর সূত্রে হযরত আয়েশা (রা) অনুরূপ রিওয়ায়েত করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: