মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৩. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৭৪
মুমিন অপবিত্র হয় না
৭৪। উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত। একদা রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন ঃ চাটাইটি এনে দাও। তখন হযরত আয়েশা (রাযিঃ) বললেনঃ আমি ঋতুবতী। রাসুলুল্লাহ (ﷺ) বললেনঃ 'হায়েয তো তোমার হাতের মধ্যে নেই।"
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لَهَا: " نَاوِلِينِي الْخُمْرَةَ، فَقَالَتْ: إِنِّي حَائِضٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ حَيْضَتَكِ لَيْسَتْ فِي يَدَيْكِ

হাদীসের ব্যাখ্যা:

তিরমিযী স্বীয় সনদের ধারাবাহিকতায় কাসিম ইবনে মুহাম্মদের সূত্রে হযরত আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, হযরত (সা) আমাকে বলেন তোমার হায়েয তোমার হাতের মধ্যে নয়। এ হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, হায়েয নাজাসাতে হুকমী, হাকীকী নয়। অধিকন্তু হাদীসে প্রমাণ রয়েছে যে, অপবিত্র ও ঋতুবর্তী মহিলার উচ্ছিষ্ট এবং ঘাম পবিত্র। ঋতুবর্তী মহিলা মসজিদে প্রবেশ না করে কোন বস্তু উঠিয়ে রাখতে পারে, কিন্তু প্রবেশ করা জায়েয নেই। প্রবেশের এ বিধি-নিষেধের কারণে হযরত আয়েশা (রা) চাটাই উঠাতে অপারগতা প্রকাশ করেছেন এবং নির্দেশ পালন করতে অক্ষমতা পেশ করেছেন। তিনি ধারণা করেছিলেন, নাজাসাতে হাকীকীর মত হায়েযের নাজাসায় সমস্ত দেহকে অপবিত্র করে দেয়, এতে হাতও অন্তর্ভুক্ত। সুতরাং অপবিত্র হাতে কিভাবে চাটাই স্পর্শ করবেন? হযরত (সা) বলেন : প্রত্যক্ষ করা যায় এরূপ নাজাসাতের মত হায়েয দেহের মধ্যে অপবিত্রতা বিস্তার করে না।
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৭৪ | মুসলিম বাংলা