মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৩. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৭৩
পবিত্রতা অর্জনের অধ্যায়
মুমিন অপবিত্র হয় না
৭৩। হযরত হুযায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) (একবার) স্বীয় পবিত্র হাত তাঁর দিতে বাড়িয়ে দেন। তখন হুযায়ফা (রাযিঃ) স্বীয় হাত টেনে নেন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলেনঃ মুমিন অপবিত্র হয় না।
كتاب الطهارات
عَنْ حَمَّادٍ، عَنْ حُذَيْفَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَدَّ يَدَهُ إِلَيْهِ فَأَمْسَكَهَا عَنْهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْمُسْلِمَ لَا يَنْجُسُ»

হাদীসের ব্যাখ্যা:

উপরের হাদীসের ব্যাখ্যা দেখা যেতে পারে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান