মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৩. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৬৮
মাসেহ করার সময় নির্ধারিত করা
৬৮।হযরত আলী (রাযিঃ) নবী করীম (ﷺ) থেকে বর্ণনা করেন যে, মুসাফির তিনদিন তিনরাত পর্যন্ত মোযার উপর মাসেহ করবে এবং মুকীম একদিন একরাত।
عَنِ الْحَكَمِ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ شُرَيْحِ بْنِ هَانِئٍ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَمْسَحُ الْمُسَافِرُ عَلَى الْخُفَّيْنِ ثَلَاثَةَ أَيَّامٍ وَلَيَالِيهِنَّ، وَالْمُقِيمُ يَوْمًا وَلَيْلَةً»

হাদীসের ব্যাখ্যা:

পূর্ববর্তী হাদীসের ব্যাখ্যা এই হাদীসের জন্য যথেষ্ট।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন