মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৩. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৬১
মোযার উপর মাসেহ করা
৬১। হযরত মুগীরা ইবনে শু'বা (রাযিঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে উযূ করালাম। এ সময় তিনি চাপা হাতওয়ালা রূমী জুব্বা পরিধান করেছিলেন। তিনি জুব্বার নীচ থেকে হাত করেন এবং মোযার উপর মাসেহ করেন।
অন্য এক রিওয়ায়েতে বর্ণিত আছে, তিনি মোযার উপর মাসেহ করেন। এ সময় তিনি চাপা হাতওয়ালা শামী জুব্বা পরিধান করেছিলেন। তিনি জুব্বার নীচ থেকে হাত বের করেন।
عَنْ حَمَّادٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ: «وَضَّأْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ جُبَّةٌ رُومِيَّةٌ ضَيَّقَةُ الْكُمَّيْنِ، فَأَخْرَجَ يَدَيْهِ مِنْ تَحْتِهَا، وَمَسَحَ عَلَى خُفَّيْهِ» ، وَفِي رِوَايَةٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «مَسَحَ عَلَى الْخُفَّيْنِ، وَعَلَيْهِ جُبَّةٌ شَامِيَّةٌ ضَيَّقَةُ الْكُمَّيْنِ، فَأَخْرَجَ يَدَيْهِ مِنْ أَسْفَلِ الْجُبَّةِ»

হাদীসের ব্যাখ্যা:

পূর্ববর্তী হাদীসে একই জুব্বার কথা বলা হয়েছে। কোথাও রূমী নামে আবার কোথাও শামী নামে; কিন্তু ঘটনা একই।
tahqiqতাহকীক:তাহকীক চলমান