মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
৩. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৬২
মোযার উপর মাসেহ করা
৬২।হযরত মুগীরা ইবনে শু'বা (রাযিঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে (মোযার উপর মাসেহ করতে দেখেছি।
عَنِ الشَّعْبِيِّ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَمْسَحُ»
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীস হযরত মুগীরা (রা)-এর বিস্তারিত হাদীসের সংক্ষিপ্ত বর্ণনা ।
