মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৩. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৫২
উযুতে অঙ্গ-প্রত্যঙ্গ এক-একবার ধৌত করা
৫২।হযরত বুরায়দা (রাযিঃ) হতে বর্ণিত আছে যে, নবী করীম (ﷺ) একবার করে উযূ করেছেন। অর্থাৎ উযূর অঙ্গ-প্রত্যঙ্গ একবার একবার করে ধৌত করেছেন।
عَنْ عَلْقَمَةَ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ مَرَّةً»

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীসের বর্ণনা অনুযায়ী দেখা যায় যে, হুযূর (সা) উযূর মধ্যে অঙ্গ-প্রত্যঙ্গ একবার একবার ধৌত করেছেন। একবার ধৌত করা ওয়াজিব, দু'বার ধৌত করাও জায়েয। কিন্তু সুন্নত হলো তিনবার ধৌত করা।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৫২ | মুসলিম বাংলা