মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
১. ঈমান-আকাঈদ অধ্যায়
হাদীস নং: ২১
কাদরিয়া দলের প্রতি তিরস্কার
২১। হযরত বুরাইদা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আল্লাহ্ তা'আলা কাদরিয়াদের লা'নত করেছেন এবং অতীতে এমন কোন নবী-রাসূল আগমণ করেননি যারা তাদের উপর লা'নত করেননি এবং স্বীয় উম্মতকে তাদের সাথে কথা বলতে নিষেধ করেননি।
عَنْ عَلْقَمَةَ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَعَنَ اللَّهُ الْقَدَرِيَّةَ، وَمَا مِنْ نَبِيٍّ وَلَا رَسُولٍ إِلَّا لَعَنَهُمْ، وَنَهَى أُمَّتَهُ عَنِ الْكَلَامِ مَعَهُمْ»
হাদীসের ব্যাখ্যা:
হাদীসের বিষয়বস্তু পূর্ববর্তী হাদীসের অনুরূপ। পূর্ববর্তী হাদীসের সাথে এর ব্যাখ্যাও দেওয়া হয়েছে।


বর্ণনাকারী: