মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১. ঈমান-আকাঈদ অধ্যায়

হাদীস নং: ২০
কাদরিয়া দলের প্রতি তিরস্কার
২০। হযরত ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। হযরত (ﷺ) ইরশাদ করেছেন, আল্লাহ্ তা'আলা কাদরিয়াদের উপর লা'নত বর্ষণ করেছেন। তিনি এ প্রসঙ্গে আরো বলেছেন আমার পূর্বে এমন কোন নবী আবির্ভূত হননি যিনি স্বীয় উম্মতকে এ কাদরিয়া দল সম্পর্কে ভীতি প্রদর্শন করেননি এবং লা'নত প্রেরণ করেননি।
عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَعَنَ اللَّهُ الْقَدَرِيَّةَ، مَا مِنْ نَبِيٍّ بَعَثَهُ اللَّهُ تَعَالَى قَبْلِي إِلَّا حَذَّرَ أُمَّتَهُ مِنْهُمْ وَلَعَنَهُمْ»

হাদীসের ব্যাখ্যা:

কাদরিয়া দল ইসলামের মধ্যে অত্যধিক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তাই তাদের তিরস্কারে হাদীসের কিতাবে অনেক হাদীস বর্ণিত হয়েছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান