মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১. ঈমান-আকাঈদ অধ্যায়

হাদীস নং: ১৯
কাদরিয়া দলের প্রতি তিরস্কার
১৯। হযরত ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। হুযূর (ﷺ) ইরশাদ করেছেনঃ তোমাদের সামনে এমন এক জাতির আগমণ ঘটবে যারা বলবে, কদর বলতে কিছুই নেই। অতঃপর তারা যিন্দীক হয়ে যাবে। যখন তোমাদের সাথে তাদের সাক্ষাৎ হবে, তাদেরকে সালাম দিবে না। যদি তারা রোগগ্রস্ত হয়, তাহলে তাদের সেবার জন্য যাবে না। তারা মৃত্যুবরণ করলে তাদের জানাযায় উপস্থিত হবে না। কেননা তারা দাজ্জালের সাথী হবে এবং এ উম্মতের মাজুসী। আল্লাহ অবশ্যই তাদেরকে জাহান্নামে এদের সাথে একত্র করবেন।
عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يَجِيءُ قَوْمٌ يَقُولُونَ: لَا قَدَرَ، ثُمَّ يَخْرُجُونَ مِنْهُ إِلَى الزَّنْدَقَةِ، فَإِذَا لَقَيتُمُوهُمْ فَلَا تُسَلِّمُوا عَلَيْهِمْ، وَإِنْ مَرِضُوا فَلَا تَعُودُوهُمْ، وَإِنْ مَاتُوا فَلَا تُشَيِّعُوهُمْ، فَإِنَّهُمْ شِيعَةُ الدَّجَّالِ وَمَجُوسُ هَذِهِ الْأُمَّةِ، وَحَقًّا عَلَى اللَّهِ تَعَالَى أَنْ يُلْحِقَهُمْ بِهِمْ فِي النَّارِ

হাদীসের ব্যাখ্যা:

কাদরিয়াদেরকে সালাম না দেওয়ার অর্থ হলো এই যে, এর দ্বারা সামাজিক সম্পর্ক ছিন্ন করা বুঝা যাবে। যাতে এ ধরনের জঘন্যতম চিন্তাধারা পোষণ করার অন্য কেউ যেন সাহস না পায় এবং বয়কটের কারণে যাতে তারা স্বীয় বদ আকীদা ও বিশ্বাস হতে তওবা করে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ১৯ | মুসলিম বাংলা