আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৩৮০
সূলুল্লাহ্ -এর বয়সের বিবরণ
৩৮০। হুসায়ন ইবন 'উমার আল-মাহদী আল-বসরী (রাহঃ) 'আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) ৬৩ বছর বয়সে ইনতিকাল করেছেন।
حَدَّثَنَا حُسَيْنُ بْنُ مَهْدِيٍّ الْبَصْرِيُّ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ ، عَنِ ابْنِ جُرَيْجٍ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنْ عُرْوَةَ ، عَنْ عَائِشَةَ : أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَاتَ وَهُوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ سَنَةً.
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
শামাঈলে তিরমিযী - হাদীস নং ৩৮০ | মুসলিম বাংলা