আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৩৮১
রাসূলুল্লাহ্ -এর বয়সের বিবরণ
৩৮১। আহমাদ ইবন মানী' (রাহঃ)..... বনী হাশিমের আযাদকৃত গোলাম আম্মার বলেন: আমি ইবন আব্বাস (রাযিঃ) থেকে শুনেছি তিনি বলতেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) ৬৫ বছর বয়সে ইনতিকাল করেছিলেন।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ ، وَيَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ ، قَالاَ : حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ ، قَالَ : أَنْبَأَنَا عَمَّارٌ مَوْلَى بَنِي هَاشِمٍ قَالَ : سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يَقُولُ : تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ ابْنُ خَمْسٍ وَسِتِّينَ.
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
শামাঈলে তিরমিযী - হাদীস নং ৩৮১ | মুসলিম বাংলা