আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৩১৮
রাসূলুল্লাহ -এর কিরাতের বিবরণ
৩১৮। মাহমুদ ইবন গায়লান (রাহঃ)... উম্মে হানী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন: আমি আমার গৃহের ছাদ থেকে রাত্রিবেলায় নবী (ﷺ) -এর কিরাত শুনতে পেতাম।
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ قَالَ : حَدَّثَنَا وَكِيعٌ قَالَ : حَدَّثَنَا مِسْعَرٌ ، عَنْ أَبِي الْعَلاَءِ الْعَبْدِيِّ ، عَنْ يَحْيَى بْنِ جَعْدَةَ ، عَنْ أُمِّ هَانِئٍ ، قَالَتْ : كُنْتُ أَسْمَعُ قِرَاءَةَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّيْلِ وَأَنَا عَلَى عَرِيشِي.
tahqiqতাহকীক:তাহকীক চলমান