আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৩১৭
রাসূলুল্লাহ -এর কিরাতের বিবরণ
৩১৭। কুতায়বা ইবন সা'ঈদ (রাহঃ)... আব্দুল্লাহ ইবন আবু কায়স (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ আমি 'আয়িশা (রাযিঃ)-কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ্ (ﷺ) কি আস্তে কিরাত পড়তেন, না উচ্চঃস্বরে? তিনি বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আর উভয়টাই করতেন। কখনো আস্তে পড়তেন, আবার কখনো সশব্দে পড়তেন। আমি বললাম : আল্লাহর প্রশংসা যে, তিনি সকল প্রকার সুবিধাই রেখে গেছেন।
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ : حَدَّثَنَا اللَّيْثُ ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَيْسٍ قَالَ : سَأَلْتُ عَائِشَةَ ، عَنْ قِرَاءَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَانَ يُسِرُّ بِالْقِرَاءَةِ أَمْ يَجْهَرُ ؟ قَالَتْ : كُلُّ ذَلِكَ قَدْ كَانَ يَفْعَلُ قَدْ كَانَ رُبَّمَا أَسَرَّ وَرُبَّمَا جَهَرَ . فَقُلْتُ : الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ فِي الأَمْرِ سَعَةً.
