আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৩১৬
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ -এর কিরাতের বিবরণ
৩১৬। 'আলী ইবন হুজর (রাহঃ)... উম্মে সালমা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, উম্মে সালমা বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) প্রতিটি আয়াত ভিন্ন ভিন্নভাবে পড়তেন। الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ পড়তেন। এরপর থামতেন । তারপর الرَّحْمَنِ الرَّحِيمِ পড়ে থামতেন। তারপর مَلِكِ يَوْمِ الدِّينِ পড়তেন।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ : حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْأُمَوِيُّ ، عَنِ ابْنِ جُرَيْجٍ ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ ، عَنْ أُمِّ سَلَمَةَ ، قَالَتْ : كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْطَعُ قِرَاءَتَهُ يَقُولُ : { الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ } [الفاتحة : ] ثُمَّ يَقِفُ ، ثُمَّ يَقُولُ : { الرَّحْمَنِ الرَّحِيمِ } [الفاتحة : ] ثُمَّ يَقِفُ ، وَكَانَ يَقْرَأُ ( مَلِكِ يَوْمِ الدِّينِ )