আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৮- নামাযের ওয়াক্তের বিবরণ

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৫৩
৩৬৬। যে ব্যক্তি আসরের নামায ছেড়ে দিল তার গুনাহ
৫২৬। মুসলিম ইবনে ইবরাহীম (রাহঃ) .... আবু মালীহ্ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, এক যুদ্ধে আমরা বুরাইদা (রাযিঃ) এর সঙ্গে ছিলাম। দিনটি ছিল মেঘাচ্ছন্ন। তাই বুরাইদা (রাযিঃ) বলেন, শীঘ্র আসরের নামায আদায় করে নাও। কারণ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আসরের নামায ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়।*
*আসরের নামায ছেড়ে দেওয়ার কারণে আমল বিনষ্ট হয়ে যাওয়ার কথাটি সম্ভবত রাসূল (ﷺ) আসরের নামাযের প্রতি গুরুত্বারোপ করার জন্য বলেছেন। কেননা, এ সময় ব্যবসায়ীরা কেনা-কাটার ও কৃষকরা তাড়াতাড়ি কাজ সেরে বাড়ি ফেরার চিন্তায় ব্যস্ত থাকে। আসরের নামায ছেড়ে দেওয়া নিঃসন্দেহে বিরাট গুনাহ; কিন্তু একটি গুনাহের জন্য অন্যসব নেক আমল বিনষ্ট হয় না।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন