আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৮- নামাযের ওয়াক্তের বিবরণ

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৫২
৩৬৫। যে ব্যক্তির আসরের নামায ফউত হল তার গুনাহ।
৫২৫। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) .... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যদি কোন ব্যক্তির আসরের নামায ছুটে যায়, তাহলে যেন তার পরিবার-পরিজন ও মাল-সম্পদ সব কিছুই ধ্বংস হয়ে গেল।
আবু আব্দুল্লাহ বুখারী রাহঃ বলেন, (আরবী পরিভাষায়) وترت الرجل বাক্যটি ব্যবহার করা হয় যখন কেউ কাউকে হত্যা করে অথবা মাল-সম্পদ ছিনিয়ে নেয়।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন