আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৪২
রাসূলুল্লাহ (ﷺ) -এর বার্ধক্য (চুল সাদা হওয়া)
৪২।সুফয়ান ইবন ওয়াকী (রাহঃ)... আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ সাহাবা-ই-কিরাম আরয করেন, ইয়া রাসূলাল্লাহ্! আমরা আপনার বয়োবৃদ্ধ হওয়ার স্পষ্ট নিদর্শন প্রত্যক্ষ করছি। তিনি বললেনঃ হুদ এবং তদনুরূপ সূরাগুলো আমাকে বার্ধক্যে উপনীত করেছে।
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ ، عَنْ عَلِيِّ بْنِ صَالِحٍ ، عَنْ أَبِي إِسْحَاقَ ، عَنْ أَبِي جُحَيْفَةَ قَالَ : قَالُوا : يَا رَسُولَ اللَّهِ ، نَرَاكَ قَدْ شِبْتَ ، قَالَ : قَدْ شَيَّبَتْنِي هُودٌ وَأَخَوَاتُهَا.
tahqiqতাহকীক:তাহকীক চলমান