আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৪৩
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ (ﷺ) -এর বার্ধক্য (চুল সাদা হওয়া)
৪৩। আলী ইবন হুজুর (রাযিঃ)... তায়মুর রাবাব গোত্রের আবু রিমছা আত্-তায়মী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ একবার আমি আমার ছেলেকে নিয়ে নবী (ﷺ) -এর কাছে এলাম। তিনি বলেন, আমার ছেলেকে তাঁকে দেখালাম। তারপর যখন তাঁকে দেখলাম তখন বললাম, ইনি আল্লাহর নবী (ﷺ)। সে সময় তাঁর পরনে দু’টি সবুজ রংের কাপড় ছিল। তাঁর কেশ মুবারকে শুভ্রতা পরিলক্ষিত হচ্ছিল কিন্তু দেখতে লাল মনে হচ্ছিল।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ : أَنْبَأَنَا شُعَيْبُ بْنُ صَفْوَانَ ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ ، عَنِ إِيَادِ بْنِ لَقِيطٍ الْعِجْلِيِّ ، عَنْ أَبِي رِمْثَةَ التَّيْمِيِّ ، تَيْمِ الرَّبَابِ قَالَ : أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعِي ابْنٌ لِي ، قَالَ : فَأَرَيْتُهُ ، فَقُلْتُ لَمَّا رَأَيْتُهُ : هَذَا نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ ثَوْبَانِ أَخْضَرَانِ ، وَلَهُ شَعْرٌ قَدْ عَلاَهُ الشَّيْبُ ، وَشَيْبُهُ أَحْمَرُ.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
শামাঈলে তিরমিযী - হাদীস নং ৪৩ | মুসলিম বাংলা