আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৮- বিবিধ প্রসঙ্গ।

হাদীস নং: ৯৯২
রক্তমোক্ষণ কার্যের পারিশ্রমিক।
৯৯২ । যায়েদ ইবনে আসলাম (রাহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত । তিনি বলেন, উমার ইবনুল খাত্তাব (রাযিঃ)-র নয়টি খাবারের থালা ছিলো। তিনি যখন তার (খিলাফতকালে) নবী ﷺ -এর স্ত্রীদের কাছে ফল, খাবার অথবা গোশত উপঢৌকন পাঠাতেন, তখন সর্বশেষ থালাটি যেতো (তার কন্যা) হাফসা (রাযিঃ)-র ঘরে। যদি তাতে স্বল্পতা দেখা দিতো অথবা কোন ত্রুটি লক্ষ্য করা যেতো, তবে তা তার ভাগেই পড়তো (কারণ কন্যার পক্ষ থেকে আপত্তি বা অভিমানের আশংকা ছিলো না)।
أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، قَالَ: كَانَتْ لِعُمَرَ بْنِ الْخَطَّابِ تِسْعُ [ص:343] صِحَافٍ يَبْعَثُ بِهَا إِلَى أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا كَانَتِ الظُّرَفَةُ أَوِ الْفَاكِهَةُ أَوِ الْقَسْمُ، وَكَانَ يَبْعَثُ بِآخِرِهِنَّ صَفْحَةً إِلَى حَفْصَةَ، فَإِنْ كَانَ قِلَّةٌ، أَوْ نُقْصَانٌ كَانَ بِهَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৯৯২ | মুসলিম বাংলা