আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৮- বিবিধ প্রসঙ্গ।

হাদীস নং: ৯৯১
রক্তমোক্ষণ কার্যের পারিশ্রমিক।
৯৯১। ইবনে উমার (রাযিঃ) বলেন, ক্রীতদাস ও তার সম্পদের মালিক হচ্ছে তার মনিব। তার অনুমতি ছাড়া এই মাল থেকে খরচ করা তার জন্য জায়েয নয়। কিন্তু খাওয়া-পরার জন্য এবং ন্যায়সঙ্গতভাবে তা থেকে (মনিবের অনুমতি ছাড়াও) নিজের জন্য খরচ করতে পারবে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। ইমাম আবু হানীফা (রাহঃ)-ও এই মত পোষণ করেন। তবে তার মতে, ‘খাদ্যদ্রব্য থেকে অন্যকে খাওয়ানো এবং জম্ভুযান অন্যকে ধার দেয়া তার জন্য জায়েয।' কিন্তু একটি দিরহাম অথবা দীনার অথবা কাপড় কাউকে দান করা তার জন্য জায়েয নয়।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: «الْمَمْلُوكُ وَمَالُهُ لِسَيِّدِهِ، وَلا يَصْلُحُ لِلْمَمْلُوكِ أَنْ يُنْفِقَ مِنْ مَالِهِ شَيْئًا بِغَيْرِ إِذْن سَيِّدِهِ إِلا أَنْ يَأْكُلَ، أَوْ يَكْتَسِيَ، أَوْ يُنْفِقَ بِالْمَعْرُوفِ» .
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ إِلا أَنَّهُ يُرَخَّصُ لَهُ فِي الطَّعَامِ الَّذِي يُوَكَّلُ أَنْ يُطْعِمَ مِنْهُ، وَفِي عَارِيَةِ الدَّابَّةِ، وَنَحْوِهَا، فَأَمَّا هِبَةُ دِرْهَمٍ وَدِينَارٍ، أَوْ كِسْوَةُ ثَوْبٍ فَلا.
وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৯৯১ | মুসলিম বাংলা