আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৮- বিবিধ প্রসঙ্গ।

হাদীস নং: ৯৯০
রক্তমোক্ষণ কার্যের পারিশ্রমিক।
৯৯০। আনাস ইবনে মালেক (রাযিঃ) বলেন, আবু তাইবা রাসূলুল্লাহ ﷺ -এর রক্তমোক্ষণ করলেন। তিনি তাকে এক সা (সাড়ে তিন সের) খেজুর দিলেন এবং তার মালিক পরিবারকে তার উপর ধার্যকৃত রোজগারের পরিমাণ কমিয়ে দেয়ার নির্দেশ দিলেন।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীস গ্রহণ করেছি। রক্তমোক্ষণকারীকে তার পারিশ্রমিক দেয়ায় কোন দোষ নেই। ইমাম আবু হানীফার এই মত।
بَابُ: كَسْبِ الْحَجَّامِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا حُمَيْدٌ الطَّوِيلُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: حَجَمَ أَبُو طَيْبَةَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، «فَأَعْطَاهُ صَاعًا مِنْ تَمْرٍ، وَأَمَرَ أَهْلَهُ أَنْ يُخَفِّفُوا عَنْهُ مِنْ خَرَاجِهِ» .
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لا بَأْسَ أَنْ يُعْطَى الْحَجَّامُ أَجْرًا عَلَى حِجَامَتِهِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৯৯০ | মুসলিম বাংলা