আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৮- বিবিধ প্রসঙ্গ।
হাদীস নং: ৯৮১
বিভিন্ন কাজের বর্ণনা।
৯৮১। আবু দারদা (রাযিঃ) বলেন, আগেকার লোকেরা ছিলো গাছের পাতার মতো, যাতে কোন কাঁটা ছিলো না। আর আজকের লোকেরা কাঁটা আর কাঁটা, যার মধ্যে কোন পাতা নেই । তুমি যদি তাদেরকে তাদের অবস্থার উপর ছেড়ে দাও (তাদের সাথে মতবিরোধ না করো), তবে তারা কিন্তু তোমাকে ছাড়বে না। আর তুমি যদি তাদের সমালোচনা করো, তবে তারাও তোমার সমালোচনা করবে।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنِي مُخْبِرٌ، عَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ، قَالَ: «وَرَقًا كَانَ النَّاسُ لا شَوْكَ فِيهِ، وَهُمُ الْيَوْمَ شَوْكٌ لا وَرَقَ فِيهِ، إِنْ تَرَكْتَهُمْ لَمْ يَتْرُكُوكَ، وَإِنْ نَقَدْتَهُمْ نَقَدُوكَ»
