আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৮- বিবিধ প্রসঙ্গ।
হাদীস নং: ৯৮২
বিভিন্ন কাজের বর্ণনা।
৯৮২। ইয়াহ্ইয়া ইবনে সাঈদ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ)-কে বলতে শুনেছেন, ইবরাহীম আলাইহিস সালামই ছিলেন প্রথম ব্যক্তি, যিনি মেহমানদারি করেন। তিনিই সর্বপ্রথম নিজের খতনা করেন এবং গোঁফ খাটো করেন। তিনিই সর্বপ্রথম নিজের মাথায় সাদা চুল দেখে বলেন, হে প্রভু! এ কি জিনিস? আল্লাহ তাআলা বলেন, হে ইবরাহীম! এ হচ্ছে গাম্ভীর্য ও মাহাত্ম। তিনি বলেন, “হে প্রভু! আমার মাহাত্ম ও গাম্ভীর্য বৃদ্ধি করে দাও।”
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، أَنَّهُ سَمِعَ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ، يَقُولُ: كَانَ إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلامُ أَوَّلَ النَّاسِ ضَيَّفَ الضَّيْفَ، وَأَوَّلَ النَّاسِ اخْتَتَنَ، وَأَوَّلَ النَّاسِ قَصَّ شَارِبَهُ، وَأَوَّلَ النَّاسِ رَأَى الشَّيْبَ، فَقَالَ: يَا رَبِّ مَا هَذَا؟ فَقَالَ اللَّهُ تَعَالَى: وَقَارٌ يَا إِبْرَاهِيمُ، قَالَ: رَبِّ زِدْنِي وَقَارًا
