আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৮- বিবিধ প্রসঙ্গ।

হাদীস নং: ৯৮০
বিভিন্ন কাজের বর্ণনা।
৯৮০ সালেম ইবনে আব্দুল্লাহ (রাহঃ) বলেন, উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) বলেছেন, আমি যদি জানতে পারতাম, কোন ব্যক্তি খিলাফতের দায়িত্বভার বহন করতে আমার তুলনায় অধিক যোগ্য, আর এ অবস্থায় আমাকে (জল্লাদের সামনে) হত্যার জন্য ঠেলে দেয়া হতো, তবে তা খিলাফতের ভারবোঝা বহন করার তুলনায় আমার জন্য সহজতর হতো। আমার পরে যার উপর এই দায়িত্বভার অর্পণ করা হবে, তার জেনে রাখা উচিৎ যে, তার উপর নিকট ও দূর থেকে আরোপিত অভিযোগসমূহ তাকে খণ্ডন করতে হবে। আল্লাহর শপথ! আমি হলে (নিজের উপর আরোপিত অভিযোগসমূহ খণ্ডন করতে) লোকজনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতাম।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ، رَضِيَ اللَّهُ عَنْهُ: «لَوْ عَلِمْتُ أَنَّ أَحَدًا أَقْوَى عَلَى هَذَا الأَمْرِ مِنِّي لَكَانَ أَنْ أُقَدَّمَ فَيُضْرَبَ عُنُقِي أَهْوَنَ عَلَيَّ، فَمَنْ وَلِيَ هَذَا الأَمْرَ بَعْدِي فَلْيَعْلَمْ أَنْ سَيَرُدُّهُ عَنْهُ الْقَرِيبُ وَالْبَعِيدُ، وَايْمُ اللَّهِ إِنْ كُنْتُ لأُقَاتِلُ النَّاسَ عَنْ نَفْسِي»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৯৮০ | মুসলিম বাংলা