আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৮- বিবিধ প্রসঙ্গ।
হাদীস নং: ৯৭৭
বিভিন্ন কাজের বর্ণনা।
৯৭৭। আতা ইবনে ইয়াসার (রাহঃ) থেকে বর্ণিত। নবী ﷺ বলেনঃ “যে ব্যক্তি দু'টি জিনিসের খারাবী থেকে বেঁচে থাকবে সে বেহেশতে প্রবেশ করবে।” তিনি একথা তিনবার বলেছেন যে, যে ব্যক্তি দু'টি জিনিসের দুষ্কৃতি থেকে দূরে থাকবে সে বেহেশতে প্রবেশ করবে। এর একটি যা দুই চোয়ালের মাঝখানে অবস্থিত (মুখ) এবং অপরটি যা দুই পায়ের মাঝখানে অবস্থিত (যৌনাঙ্গ)।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ وُقِيَ شَرَّ اثْنَيْنِ وَلَجَ الْجَنَّةَ، وَأَعَادَ ذَلِكَ ثَلاثَ مَرَّاتٍ، مَنْ وُقِيَ شَرَّ اثْنَيْنِ وَلَجَ الْجَنَّةَ مَا بَيْنَ لَحْيَيْهِ وَمَا بَيْنَ رِجْلَيْهِ»
