আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৮- বিবিধ প্রসঙ্গ।

হাদীস নং: ৯৭৮
বিভিন্ন কাজের বর্ণনা।
৯৭৮। ইমাম মালেক (রাহঃ) বলেন, আমি জানতে পেরেছি যে, ঈসা ইবনে মরিয়ম (আ) বলতেনঃ “আল্লাহর যিকির ছাড়া অন্য কথা বেশী বলো না। কেননা তাতে অন্তর পাষাণ হয়ে যায় এবং পাষাণ হৃদয় আল্লাহর রহমাত থেকে বঞ্চিত থাকে। কিন্তু তোমরা তা জানো না। লোকদের গুনাহসমূহ এমন দৃষ্টিতে দেখো না যেন তোমরা সর্বময় কর্তা, বরং এভাবে দেখো যেন তোমরা দাসানুদাস। কেননা অধিকাংশ লোকই গুনাহে জড়িয়ে পড়ে এবং তাদের ক্ষমাও করা হয়। তোমরা এই অপরাধী লোকদের দয়ার দৃষ্টিতে দেখো এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। তিনিই তোমাদের নিরাপদ রাখেন।”
أَخْبَرَنَا مَالِكٌ، قَالَ: بَلَغَنِي أَنَّ عِيسَى بْنَ مَرْيَمَ، عَلَيْهِ السَّلامُ كَانَ يَقُولُ: «لا تُكْثِرُوا الْكَلامَ بِغَيْرِ ذِكْرِ اللَّهِ، فَتَقْسُوَ قُلُوبُكُمْ، فَإِنَّ الْقَلْبَ الْقَاسِيَ بَعِيدٌ مِنَ اللَّهِ تَعَالَى، وَلَكِنْ لا تَعْلَمُونَ، وَلا تَنْظُرُوا فِي ذُنُوبِ النَّاسِ كَأَنَّكُمْ أَرْبَابٌ، وَانْظُرُوا فِيهَا كَأَنَّكُمْ عَبِيدٌ، فَإِنَّمَا النَّاسُ مُبْتَلًى وَمُعَافًى، فَارْحَمُوا أَهْلَ الْبَلاءِ، وَاحْمَدُوا اللَّهَ تَعَالَى عَلَى الْعَافِيَةِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৯৭৮ | মুসলিম বাংলা