আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৮- বিবিধ প্রসঙ্গ।

হাদীস নং: ৯৭৬
বিভিন্ন কাজের বর্ণনা।
৯৭৬। ইমাম মালেক (রাহঃ) বলেন, সালামা (রাহঃ) উমার ইবনে আব্দুল্লাকে বলেন, উছমান ইবনে আফফান (রাযিঃ)-কে তাদের (রাসূল ﷺ, আবু বাকর ও উমার) সাথে দাফন করা হয়নি কেন? তিনি এর জবাবদানে বিরত থাকলেন। সালামা পুনরায় একই প্রশ্ন করলেন। উমার ইবনে আব্দুল্লাহ বলেন, লোকজন সেদিন গোলযোগে জর্জরিত ছিলো।
أَخْبَرَنَا مَالِكٌ، قَالَ: قَالَ سَلَمَةُ لِعُمَرَ بْنِ عَبْدِ اللَّهِ: " مَا شَأْنُ عُثْمَانَ بْنِ عَفَّانَ لَمْ يُدْفَنْ مَعَهُمْ؟ فَسَكَتَ ثُمَّ أَعَادَ عَلَيْهِ قَالَ: إِنَّ النَّاسَ كَانُوا يَوْمَئِذٍ مُتَشَاغِلِينَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৯৭৬ | মুসলিম বাংলা