আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৫- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ৮৩৯
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
সেচের ব্যাপারে সমঝোতা স্থাপন এবং পানি বণ্টন।
৮৩৯। আমরাহ বিনতে আব্দুর রহমান (রাহঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ “কূপের অতিরিক্ত পানি নেয়ার ব্যাপারে বাধা দেয়া যাবে না।”
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই হাদীস অনুযায়ী আমল করি। কোন ব্যক্তির মালিকানায় কূপ থাকলে তা থেকে খাবার পানি নেয়া বা গৃহপালিত পশুকে পান করানোর ক্ষেত্রে অন্যদের বাধা দেয়া জায়েয নয়। তবে খেজুর বাগান বা ফসলের জমিতে পানি নিতে চাইলে মালিকের বাধা দেয়ার অধিকার আছে। ইমাম আবু হানীফা (রাহঃ) ও আমাদের ফিকহবিদদের এটাই সাধারণ মত।
كتاب البيوع في التجارات والسلم
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا أَبُو الرِّجَالِ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لا يُمْنَعُ نَقْعُ بِئْرٍ» .
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، أَيُّمَا رَجُلٍ كَانَتْ لَهُ بِئْرٌ، فَلَيْسَ لَهُ أَنْ يَمْنَعَ النَّاسَ مِنْهَا أَنْ يَسْتَقُوا مِنْهَا لِشِفَاهِهِمْ، وَإِبِلِهِمْ وَغَنَمِهِمْ، وَأَمَّا لِزَرْعِهِمْ، وَنَخْلِهِمْ فَلَهُ أَنْ يَمْنَعَ ذَلِكَ.
وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান