আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৫- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ৮৩৮
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
সেচের ব্যাপারে সমঝোতা স্থাপন এবং পানি বণ্টন।
৮৩৮ । আমর ইবনে ইয়াহ্ইয়া আল-মাযিনী (রাহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত । ইয়াহ্ইয়ার দাদার (আবু হাসান তামীম) বাগানের মধ্য দিয়ে আব্দুর রহমান ইবনে আওফ (রাযিঃ)-র একটি ক্ষুদ্র নালা ছিল। তিনি এটিকে গতি পরিবর্তন করে বাগানের এক প্রান্ত দিয়ে নিয়ে যেতে চাইলেন। কেননা এদিক থেকে তার জমি নিকটবর্তী ছিলো এবং এখান থেকে তাতে পানি পৌঁছানো সহজ ছিলো । কিন্তু বাগানের মালিক (তামীম) তাতে বাঁধা দেন। আব্দুর রহমান (রাযিঃ) এ ব্যাপারে উমার ইবনুল খাত্তাব (রাযিঃ)-র শরণাপন্ন হলেন। তিনি তাকে নিজের সুবিধামত নালা প্রবাহিত করার নির্দেশ দেন।
كتاب البيوع في التجارات والسلم
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَمْرُو بْنُ يَحْيَى الْمَازِنِيُّ، عَنْ أَبِيهِ، أَنَّهُ كَانَ فِي حَائِطِ جَدِّهِ رَبِيعٌ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، فَأَرَادَ عَبْدُ الرَّحْمَنِ أَنْ يُحَوِّلَهُ إِلَى نَاحِيَةٍ مِنَ الْحَائِطِ هِيَ أَرْفَقُ لِعَبْدِ الرَّحْمَنِ، وَأَقْرَبُ إِلَى أَرْضِهِ، فَمَنَعَهُ صَاحِبُ الْحَائِطِ، فَكَلَّمَ عَبْدُ الرَّحْمَنِ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَضَى لِعَبْدِ الرَّحْمَنِ بِتَحْوِيلِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান