আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৪- শপথ ও মান্নতের অধ্যায়
হাদীস নং: ৭৪৩
শপথ ভঙ্গের সর্বনিম্ন কাফ্ফারা।
৭৪৩। ইয়াসার ইবনে নুমায়ের (রাহঃ) থেকে বর্ণিত। ইয়ারফা বলেন, উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) তাকে বললেন, জনগণের গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার উপর ন্যস্ত রয়েছে। যখন তুমি দেখতে পাবে যে, আমি কোন বিষয়ে শপথ করেছি, তখন আমার পক্ষ থেকে দশজন মিসকীনকে আহার করাবে। প্রত্যেক মিসকীনকে অর্ধ সা গম দিবে।
أَخْبَرَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ يَسَارِ بْنِ نُمَيْرٍ، عَنْ يَرْفَأَ غُلَامِ عُمَرَ بْنِ الْخَطَّابِ، أَنَّ عُمَرَ، قَالَ لَهُ: " إِنَّ عَلَيَّ أَمْرًا مِنْ أَمْرِ النَّاسِ جَسِيمًا، فَإِذَا رَأَيْتَنِي قَدْ حَلَفْتُ عَلَى شَيْءٍ، فَأَطْعِمْ عَنِّي عَشَرَةَ مَسَاكِينَ، كُلُّ مِسْكِينٍ نِصْفُ صَاعٍ مِنْ بُرٍّ
