আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৪- শপথ ও মান্নতের অধ্যায়
হাদীস নং: ৭৪৪
- শপথ ও মান্নতের অধ্যায়
শপথ ভঙ্গের সর্বনিম্ন কাফ্ফারা।
৭৪৪। ইয়াসার ইবনে নুমায়ের (রাহঃ) থেকে বর্ণিত। উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) শপথ ভঙ্গের কাফ্ফারা স্বরূপ দশজন মিসকীনকে মাথাপিছু অর্ধ সা' গম দেয়ার নির্দেশ দিয়েছেন।
كتاب الأيمان والنذر
أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مَنْصُورِ بْنِ الْمُعْتَمِرِ، عَنْ شَقِيقِ بْنِ سَلَمَةَ، عَنْ يَسَارِ بْنِ نُمَيْرٍ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ أَمَرَ أَنْ يُكَفَّرَ عَنْ يَمِينِهِ بِنِصْفِ صَاعٍ لِكُلِّ مِسْكِينٍ