আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৪- শপথ ও মান্নতের অধ্যায়
হাদীস নং: ৭৪২
শপথ ভঙ্গের সর্বনিম্ন কাফ্ফারা।
৭৪২। উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) তার দ্বাররক্ষী ইয়ারফাকে বললেন, হে ইয়ারফা! আমি বাইতুল মাল (সরকারী সম্পদ)-কে ইয়াতীমের মালের মতোই মনে করি। আমি যদি অর্থের মুখাপেক্ষী হয়ে পড়ি তাহলে এ থেকে গ্রহণ করি এবং হাতে সম্পদ এসে গেলে তা ফেরত দেই। কিন্তু আমি যদি এর মুখাপেক্ষী না হই, তাহলে তা গ্রহণ করা থেকে দূরে থাকি। মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার উপর ন্যস্ত রয়েছে। অতএব তুমি যদি কখনো আমাকে শপথ করে তা ভংগ করতে দেখো, তাহলে আমার পক্ষ থেকে দশজন মিসকীনকে পাঁচ সা’ গম দিবে, তাদের প্রত্যেককে অর্ধ সা' (মূল পাঠে এক সা) করে দিবে।
قَالَ مُحَمَّدٌ أَخْبَرَنَا سَلامُ بْنُ سُلَيْمٍ الْحَنَفِيُّ، عَنْ أَبِي إِسْحَاقَ السَّبِيعِيِّ، عَنْ يَرْفَأَ مَوْلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: يَا يَرْفَأُ، إِنِّي أَنْزَلْتُ مَالَ اللَّهِ مِنِّي بِمَنْزِلَةِ مَالِ الْيَتِيمِ، إِنِ احْتَجْتُ أَخَذْتُ مِنْهُ، فَإِذَا أَيْسَرْتُ رَدَدْتُهُ، وَإِنِ اسْتَغْنَيْتُ اسْتَعْفَفْتُ، وَإِنِّي قَدْ وُلِّيتُ مِنْ أَمْرِ الْمُسْلِمِينَ أَمْرًا عَظِيمًا، فَإِذَا أَنْتَ سَمِعْتَنِي أَحْلِفُ عَلَى يَمِينٍ، فَلَمْ أَمْضِهَا، فَأَطْعِمْ عَنِّي عَشَرَةَ مَسَاكِينَ خَمْسَةَ أَصْوُعٍ بُرٍّ، بَيْنَ كُلِّ مِسْكِينَيْنِ صَاعٌ
