আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৪- শপথ ও মান্নতের অধ্যায়
হাদীস নং: ৭৪১
শপথ ভঙ্গের সর্বনিম্ন কাফ্ফারা।
৭৪১ । আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) বলেন, যে ব্যক্তি শপথ করলো, অতঃপর তা দৃঢ় করলো (পুনর্বার উচ্চারণ করলো), অতঃপর তা ভঙ্গ করলো, তাকে একটি গোলাম আযাদ করতে হবে অথবা দশজন মিসকীনকে পরিধেয় বস্ত্র দান করতে হবে। আর যে ব্যক্তি শপথ করলো, কিন্তু তা দৃঢ় করলো না, অতঃপর তা ভঙ্গ করলো, তাকে দশজন মিসকীনকে আহার করাতে হবে। প্রত্যেককে এক মুদ্দ (সোয়া চৌদ্দ ছটাক) করে গম দিতে হবে। যার এই সামর্থ্য নেই তাকে পরপর তিন দিন রোযা রাখতে হবে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, দশজন মিসকীনকে সকাল ও সন্ধ্যায় আহার করাতে হবে অথবা মাথাপিছু অর্ধ সা (এক সের সাড়ে বারো ছটাক) গম অথবা এক সা' (সাড়ে তিন সের) খেজুর অথবা এক সা' বার্লি দিতে হবে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, দশজন মিসকীনকে সকাল ও সন্ধ্যায় আহার করাতে হবে অথবা মাথাপিছু অর্ধ সা (এক সের সাড়ে বারো ছটাক) গম অথবা এক সা' (সাড়ে তিন সের) খেজুর অথবা এক সা' বার্লি দিতে হবে।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، قَالَ: مَنْ حَلَفَ بِيَمِينٍ فَوَكَّدَهَا، ثُمَّ حَنَثَ، فَعَلَيْهِ عِتْقُ رَقَبَةٍ، أَوْ كِسْوَةُ عَشَرَةِ مَسَاكِينَ، وَمَنْ حَلَفَ بِيَمِينٍ، وَلَمْ يُؤَكِّدْهَا، فَحَنَثَ، فَعَلَيْهِ إِطْعَامُ عَشَرَةِ مَسَاكِينَ، لِكُلِّ مِسْكِينٍ مُدٌّ مِنْ حِنْطَةٍ، فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ ثَلاثَةِ أَيَّامٍ، قَالَ مُحَمَّدٌ: إِطْعَامُ عَشَرَةِ مَسَاكِينَ غَدَاءً وَعَشَاءً، أَوْ نِصْفُ صَاعٍ مِنْ حِنْطَةٍ، أَوْ صَاعٌ مِنْ تَمْرٍ، أَوْ شَعِيرٍ
