আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৪- শপথ ও মান্নতের অধ্যায়
হাদীস নং: ৭৪০
- শপথ ও মান্নতের অধ্যায়
শপথ ভঙ্গের সর্বনিম্ন কাফ্ফারা।
৭৪০। সুলায়মান ইবনে ইয়াসার (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সাহাবী ও তাবিঈদের দেখেছি, তারা শপথ ভঙ্গের কাফ্ফারা হিসাবে মিসকীনদের জনপ্রতি এক ক্ষুদ্রতর মুদ্দ অর্থাৎ নবীন প্রবর্তিত এক মুদ্দ করে গম দিতেন। তাদের মতে এটাই যথেষ্ট ছিল।
كتاب الأيمان والنذر
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سَلْمَانَ بْنِ يَسَارٍ، قَالَ: أَدْرَكْتُ النَّاسَ وَهُمْ إِذَا أَعْطَوُا الْمَسَاكِينَ فِي كَفَّارَةِ الْيَمِينِ أَعْطَوْا مُدًّا مِنْ حِنْطَةٍ بِالْمُدِّ الأَصْغَرِ، وَرَأَوْا أَنَّ ذَلِكَ يُجْزِئُ عَنْهُمْ