আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৪- শপথ ও মান্নতের অধ্যায়
হাদীস নং: ৭৩৯
শপথ ভঙ্গের সর্বনিম্ন কাফ্ফারা।
৭৩৯। নাফে (রাহঃ) থেকে বর্ণিত। ইবনে উমার (রাযিঃ) শপথ ভংগের জরিমানা হিসাবে দশজন মিসকীনকে আহার করাতেন। তিনি প্রত্যেক মিসকীনকে এক মুদ্দ করে গম দিতেন। তিনি শপথকে সুদৃঢ় করার পর তা ভঙ্গ করলে একটি বাঁদী আযাদ করতেন।
كِتَابُ الأَيْمَانِ، وَالنُّذُورِ، وَأَدْنَى مَا يُجْزِئُ فِي كَفَّارَةِ الْيَمِينِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ كَانَ يُكَفِّرُ عَنْ يَمِينِهِ بِإِطْعَامِ عَشَرَةِ مَسَاكِينَ، لِكُلِّ إِنْسانٍ مُدٌّ مِنْ حِنْطَةٍ، وَكَانَ يُعْتِقُ الْجَوَارِيَ إِذَا وَكَّدَ فِي الْيَمِينِ
