আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১২- শরীআতে যিনা ব্যভিচারের দন্ড বিধি
হাদীস নং: ৭২১
কদুর খোলের পাত্রে এবং তৈলাক্ত পাত্রে তৈরী শরবত।
৭২১। ইবনে উমার (রাযিঃ) থেকে বর্ণিত। নবী ﷺ আমার তাঁর কোন এক যুদ্ধে ভাষণ দিলেন। ইবনে উমার (রাযিঃ) বলেন, আমি তাঁর দিকে অগ্রসর হলাম, কিন্তু তাঁর কাছে পৌঁছার পূর্বেই তিনি ভাষণ শেষ করলেন। আমি লোকদের জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ ﷺ কি বলেছেন? তারা বললো, তিনি কদুর খোলের তৈরী পাত্রে (দুব্বা) ও তৈলাক্ত পাত্রে (মুযাফফাত) নাবীয (শরবত) বানাতে নিষেধ করেছেন।
بَابُ: نَبِيذِ الدُّبَّاءِ وَالْمُزَفَّتِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَ فِي بَعْضِ مَغَازِيهِ.
قَالَ ابْنُ عُمَرَ: فَأَقْبَلْتُ نَحْوَهُ، فَانْصَرَفَ قَبْلَ أَنْ أَبْلُغَهُ، فَقُلْتُ: مَا قَالَ؟ قَالُوا: «نَهَى أَنْ يُنْبَذَ فِي الدُّبَّاءِ، وَالْمُزَفَّتِ»
قَالَ ابْنُ عُمَرَ: فَأَقْبَلْتُ نَحْوَهُ، فَانْصَرَفَ قَبْلَ أَنْ أَبْلُغَهُ، فَقُلْتُ: مَا قَالَ؟ قَالُوا: «نَهَى أَنْ يُنْبَذَ فِي الدُّبَّاءِ، وَالْمُزَفَّتِ»
