আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১২- শরীআতে যিনা ব্যভিচারের দন্ড বিধি

হাদীস নং: ৭২২
কদুর খোলের পাত্রে এবং তৈলাক্ত পাত্রে তৈরী শরবত।
৭২২। আলা ইবনে আব্দুর রহমান (রাহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। নবী ﷺ কদুর খোলের তৈরী পাত্রে এবং তৈলাক্ত পাত্রে নাবীয বানাতে নিষেধ করেছেন।**
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا الْعَلاءُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ: أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى أَنْ يُنْبَذَ فِي الدُّبَّاءِ وَالْمُزَفَّتِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান