আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১২- শরীআতে যিনা ব্যভিচারের দন্ড বিধি
হাদীস নং: ৭২০
দু'টি জিনিসের সমন্বয়ে তৈরী নাবীয।
৭২০। আতা ইবনে ইয়াসার (রাযিঃ) থেকে বর্ণিত। নবী ﷺ শুকনা ও কাঁচা খেজুর একত্রে ভিজিয়ে অথবা খেজুর ও আঙ্গুর একত্রে ভিজিয়ে শরবত বানাতে নিষেধ করেছেন।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى أَنْ يُنْبَذَ الْبُسْرُ وَالتَّمْرُ جَمِيعًا»
