আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১২- শরীআতে যিনা ব্যভিচারের দন্ড বিধি
হাদীস নং: ৭২০
- শরীআতে যিনা ব্যভিচারের দন্ড বিধি
দু'টি জিনিসের সমন্বয়ে তৈরী নাবীয।
৭২০। আতা ইবনে ইয়াসার (রাযিঃ) থেকে বর্ণিত। নবী ﷺ শুকনা ও কাঁচা খেজুর একত্রে ভিজিয়ে অথবা খেজুর ও আঙ্গুর একত্রে ভিজিয়ে শরবত বানাতে নিষেধ করেছেন।
أبواب الحدود في الزناء
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى أَنْ يُنْبَذَ الْبُسْرُ وَالتَّمْرُ جَمِيعًا»